Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়নের ইতিহাস

ইতিহাস সমৃদ্ধ চন্দ্রগঞ্জ পরিষদ এর সংক্ষিপ্ত ইতিহাস : --------

চন্দ্রগঞ্জ নামক অঞ্চল টি বেগমগঞ্জ উপজেলার পশ্চিমের কিছু অংশ ও লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন নিযে পরিচিত।এখানে ২টি বাজার রয়েছে চন্দ্রগঞ্জ পূর্ববাজার বেগমগঞ্জ উপজেলার ১ নং আমান উল্যাহপুর ইউনিয়নের মোহম্মদপুর গ্রাম অবস্থিত ।চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার লক্ষ্মীপুর  সদর উপজেলার ১০ নং  চন্দ্রগঞ্জ ইউনিয়ন  পশ্চিমলতিফপুর ও দেওপাড়া গ্রাম অবস্থিত। চন্দ্রগঞ্জের পূর্বের নাম কালীগঞ্জ ও ঠাকুরের হাট নাম পরিচিত ছিলো । কালীগঞ্জ  এর জমিদার ছিলেন কালী নাথ গুহ রায় ,দূর্গা মোহন গুহ রায়,শীতা নাথ গুহ রায় ও সুলতা সুন্দুরী( মুলতা সুন্দরী)। কারো কারো মতে জমিদার কালী নাথ গুহ রায় এর নাম করণে উপর কালীগঞ্জ নামকরণ করা হয়। আবার কারো কারো  মতে চন্দ্রগঞ্জ পশ্চিম অংশের উত্তর বাজারে কয়েক শত বৎসর পূর্বে প্রতিষ্ঠিত কালী মন্দির থেকে কালীগঞ্জ নামকরণ, আবার অনেকের মতে পশ্চিম অংশের উত্তর বাজারে শত বৎসর পূর্বের কালী গাছ ছিলো সেখানে সনাতন ধর্মলম্বিরা পূজা অর্চনা  করে আসতেন। সেই খান থেকে কালীগঞ্জ নামে শত শত বৎসর থেকে পরিচিত লাভ করে আসছে।

১৮৯০ সালে উপমহাদেশের প্রখ্যাত ওলি এ কামেল আলহাজ্ব মৌলভী হামিদ উল্যাহ (বুড়া হুজুর) চন্দ্রগঞ্জ পশ্চিম অংশের উত্তর  বাজারে অষ্টম শ্রেনী  পর্যন্ত  একটি মাদ্রসা প্রাতিষ্ঠা করেন। ১৮৯৫ সালে উক্ত মাদ্রসা  দশম শ্রেনীতে উন্নীত করার পদক্ষেপ গ্রহন করিলে তৎকালিন জমিদার দের বেরোধী মুখে পড়ে পশ্চিম বাজার ত্যাগ করে পূর্ববাজার দশম শ্রেনী পর্যন্ত  একটি মাদ্রসা প্রতিষ্ঠিা করেন। যার নাম দেন চন্দ্রগঞ্জ  কারামাতিয়া মাদ্রসা। তিনি ভারতবর্ষের উত্তর প্রদেশের  জৈনপুরের ইসলাম ধর্ম প্রচারক ও সংস্কারক কারমত আলী জৈনপুররে খলিফা ছিলেন। আলী জৈনপুরী অলৌকিক কারামত দেখাইতেন বলেই তাঁর নাম কারামত আলী জৈনপুরী হিসেবে পরিচিত লাভ করেন। উলেখ্য অবিভক্ত বাংলার মূর্খ্যমন্ত্রী শেরে–ই– বাংলা আবুল কাসেম ফজলুল হক মৌলভী হামিদ উল্যাহ বুড়া হুজুরের ছাত্র ছিলেন। কারামত আলী জৈনপুরী নামানুসারে  মাদ্রসা টির নাম রাখেন চন্দ্রগঞ্জ কারামতিয়া আলিয়া মাদ্রসা । জমিদরা মৌলভী হাদিম  উল্যা (বুড়া হুজুরের) মাদ্রসা  বিরোধীতা করার  কারণে ’কালীগঞ্জ’  নাম পরিবর্তন  কের চাঁদের উজ্জল আলোর সাথে  তুলনা করে বাজারের নাম রাখেন ’চন্দ্রগঞ্জ’। বুড়া হুজুরের দেওয়া  চন্দ্রগঞ্জ নামের আলোর দ্যুতি ছড়ায় তাঁরেই দেওয়া নামের কারণে কালীগঞ্জ কালের গর্ভে  বিলীন হয়ে  চন্দ্রগঞ্জ চন্দের ন্যায়  আলোর বিকিরণ  ছড়াতে থাকে।  

তথ্য সংগ্রহ২০১৭ ইং :-

মোঃ নরুল ইসলাম বাবুল,

        চেয়ারম্যান

১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ।