স্থান
চন্দ্রগঞ্জ বাজার থেকে ১.০৫ কি:মি: পম্চিম দক্ষিন কোনে
কিভাবে যাওয়া যায়
লক্ষ্মীপুর থেকে সিএনজি.বাস.মিনি বাস.টেক্সি ইত্যাদি যোগে যাওয়া যাই
বিস্তারিত
এটি একটি ঐতিহ্যবাহী স্থান আনেক বছর এই মাজার এখানে স্থাপিত।ফকির দেওয়ান শাহ্ (রা:) ৪২৭ বৎসর পূর্বে মক্কা নগরী হইতে ইসলাম প্রচারের জন্য ৩৬০ আওলিয়ার মধ্যে তিনি একজন লক্ষ্মীপুর সদর রামচন্দ্রপুর গ্রামে এসে আস্তানা স্থাপন করে ইসলাম প্রচার করেন। সেখানে তিনি মৃত্যুবরণ কনের তাঁকে সেখানে সমাহিত করেন এবং সেই থেকে হযরত দেওয়ানশাহ্(রাঃ)মাজার শরীফ নামে পরিচিত এবং সেখানে ৭৪৪ ভূমিতে দিঘি মসজিদ মাজার মাদ্রসা এতিম খানা লাইব্রারী দেওয়ান শাহ প্রাথমিক বিদ্যালয় ও কমিনিউটি ক্লিনিক সহ আরো অনেকগুলো প্রতিষ্ঠান দেওয়ানশাহ্(রাঃ)নামে প্রতিষ্টিত হয় আরো প্রতি বৎসর প্রহেলা মাঘ মাসে প্রথম ১০ দিন ব্যাপি বার্ষরিক মেলা অনুষ্টিত হয়।প্রতি বছরএখানে অসংখ লোক আসে এই মাজার দেখার জন্য। প্রতি বছর মাঘ মাসে ৭ দিন ব্যাপি একটি মেলা বসে হাজার হাজার মানুষ মেলা পরির্দশন করে।